অধ্যক্ষের বাণী

আমি আনন্দিত যে, মেলান্দহ সরকারি কলেজ, মেলান্দহ, জামালপুর বিশ্বের সাথে যুক্ত হলো ওয়েবসাইটের মাধ্যমে। ডিজিটাল বাংলাদেশ এই স্লোগানকে বাস্তবায়নের লক্ষে মেলান্দহ সরকারি কলেজ এর ওয়েবসাইটের যাত্রা শুরু। বর্তমানে তথ্য প্রযুক্তি ছাড়া কেউ প্রকৃত জ্ঞানী হতে পারে না এবং জ্ঞানের পরিপূর্ণ বিকাশ সম্ভব নয় তাই অত্র কলেজের নতুন যোগাযোগ সাইটে সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্রহ্মপুত্র নদ অধ্যষিত জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মেলান্দহ সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে রয়েছে আমাদের এক ঝাঁক তরুণ, মেধাবী ও দক্ষ শিক্ষকমণ্ডলী, কঠোর নিয়ম-শৃঙ্খলা, সু-পরিসর ক্লাস রুম, বিজ্ঞানাগার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরী শহিদ মিনার ও অন্যান্য সহ শিক্ষা কার্যক্রমের উন্নত তর ব্যবস্থা। আমার বিশ্বাস, অত্র কলেজের সকল সুযোগ- সুবিধা গ্রহণ করে ছাত্র-ছাত্রীরা তাদের মেধা ও মননশীল শিক্ষাচর্চার মাধ্যমে তাদের অগ্রযাত্রার পথকে সুগম করবে এবং প্রকৃত নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ছাত্র-ছাত্রীরা গতিশীল ভূমিকা রাখবে এ প্রত্যাশা করছি। ছাত্র-ছাত্রীদের স্বপ্নীল পদচারণায় মুখরিত হয়ে উঠুক অত্র কলেজ ক্যাম্পাস এবং সাফল্য এসে লুটিয়ে পড়ুক তাদের পদতলে এবং মানবতোবোধে সমৃদ্ধ হোক এই আশাবাদ ব্যক্ত করছি।

বিজ্ঞপ্তি

ভিজিটর কাউন্ট

  • বর্তমান ভিজিটর : 3
  • সকল ভিজিটর : 21908
  • আজকের ভিজিটর : 5